সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ১৯৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ জন

পলাশবাড়ীতে ১৯৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ জন

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলায় ১৯৩ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করছে র‌্যাব। এ সময় নুর নবী মিয়া (২৫) ও আলমগীর হোসেন (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি নূর নবী মিয়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবধা গ্রামের মজিবর রহমানের ছেলে ও আলমগীর হোসেন লালমনিরহাট সদরের মোস্তফি গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর মহাসড়কের বাঁশকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ১৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে ওই দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com