সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অনিবন্ধিত নার্স ও মিডওয়াইফদের হাসপাতাল ও ক্লিনিকে নিয়োগ দেয়া বন্ধের দাবীতে আজ গাইবান্ধা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
গাইবান্ধার সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজ-এর আয়োজনে দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্ত্বর থেকে নার্সরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করে সিভিল সার্জন অফিসে সামনে গিয়ে সমবেত হয় । পরে তারা ভুয়া ও নামধারী নার্স নিয়োগ না দেওয়ার জন্য সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করে । এ সময় বক্তব্য রাখেন রাহেলা বেগম, মিজানুর রহমান সোহেল চৌধুরী, আসমা খাতুন প্রমুখ। বক্তারা বলেন ছাত্র সেবা সকল নাগরিকের অধিকার অশিক্ষিত ডিগ্রীধারী নার্সদেরকে হাসপাতাল ও ক্লিনিক গুলোতে নিয়োগ প্রদান করলে দেশের মানুষ স্বাস্থ্য সেবা সুনিশ্চিত ভাবে পাবে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি ও হস্তক্ষেপ প্রয়োজন।