সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় আজ সকাল ১১ টায় আদালত অঙ্গনে সকল প্রকার ঘুষ দুর্নীতি ও অনিয়ম বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
আইনজীবি ল ক্লাক মোহরার ও বিচারপ্রার্থী জনগণের আয়োজনে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সামনে এই কর্মসুচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পি,এ্যাডভোকেট সেলিম ইসলাম, এ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন আদালতের পেশকার, পিয়ন সহ সকল কর্মচারীরা নিরীহ মানুষের কাছে ঘুষের টাকা আদায় করে থাকেন । মানুষ গরু ছাগল, হাস মুরগি, ডিম, ধান, চাল, গাছ বিক্রি করে আশায় আশায় তাদের হাতে টাকা তুলে দিতে বাধ্য হয়। টাকা না দিলে সাধারন মানুষকে হয়রানীর শিকার হতে হয়। এসব দুর্নীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে। বর্তমানে ঘুষখোড়রা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এসব দুর্নীতি প্রতিরোধ ও বন্ধের দাবীতে আজ এই কর্মসুচি পালন করা হয়। দুর্নীতি অনিয়ম বন্ধ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির আল্টিমেটাম দেয়।