সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় তপন সাহা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার ধাপেরহাট এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের পালানপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিতহ তপন সাহা পালানপাড়া (বড় সাহাপাড়া) গ্রামের মৃত হরি সাধুর ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় তপন সাহা মোটরসাইকেল চালিয়ে সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে আয়ান এন্ড সোমা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দেয়। এতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। তখন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তপন সাহা মারা যান। এ বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেটরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী।