মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়

আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার: গতকাল গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে কর্নার থেকে মুরাদুজ্জামানের বাইসাইকেল কিক জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়, পিছিয়ে থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠা আজহার আলী উচ্চ বিদ্যালয় ৬৯ মিনিটে শেখ রাব্বির দুরপাল্লার দর্শনীয় গোলে ম্যাচে সমতায় ফিরলেও বাকি সময় কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুট আউটে উভয় দলেই ৫ টি শটের মধ্যে ৩ টি করে গোল করে, জয় নির্ধারন না হওয়ায় টাইব্রেকারের ৬ষ্ঠ ও সাডেন ডেথের ১ম পেনাল্টিতে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় গোল করলেও আজহার আলী উচ্চ বিদ্যালয় ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত হয় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট সেরা গোলরক্ষক নির্বাচিত হন মহিমাগঞ্জের গোলকিপার হাসান।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসাইন, ক্রীড়া সংগঠক শহিদুজ্জামান শহিদসহ প্রশাসনিক কর্মকর্তারা।
পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক বিকাশে বড় ভুমিকা পালন করবে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট এবং এখান থেকেই বাংলাদেশের আগামীর তারকা উঠে আসবে বলে তিনি বিশ্বাস করেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com