শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

সাঘাটায় ওএমএসের চাল কালোবাজারে
বিক্রির সময় ডিলার আটক
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ওএমএস-এর চাল কালোবাজারে বিক্রির সময় কলেজ মোড় থেকে ১ মেট্রিক টন চালসহ ডিলার আটক। জানা গেছে, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কলেজ মোড় নামক স্থানে ওএমএস-এর ডিলার আফজাল হোসেন গতকাল মঙ্গলবার উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ না করে ১ মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় জনতা হাতে নাতে আটক করে পুলিশকে খবর দেয়। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আব্দুল কাইয়ুম ঘটনাস্থলে এসে ১ মেট্রিক টন চাল উদ্ধার করে এবং ডিলার আফজাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে ছালামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com