শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা আসামীর রিমান্ড শেষে আদালতে প্রেরন

৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টা আসামীর রিমান্ড শেষে আদালতে প্রেরন

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার আসামি মোজাফ্ফার রহমানকে (৩৬) দুই দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছেন পুলিশ। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর কবির শিশু ধর্ষণ চেষ্টাকারী আসামিকে প্রেরণ করেন আদালতে। মোজাফফর রহমান উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর (আকন্দপাড়া) গ্রামের মৃত বক্তার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশুর মা নুরী বেগম জর্ডান প্রবাসি আর বাবা সবুজ মিয়া ঢাকায় অবস্থান করছেন। এ কারণে ওই শিশু তার নানার বাড়িতে থাকতো। শিশুর নানা দক্ষিণ সাহাবাজ গ্রামের মৃত নবী বকসের ছেলে নুরুল হক। নুরুল হকের প্রতিবেশি মৃত আজর উদ্দিনের ছেলে জালাল উদ্দিনের জামাতা মোজাফফর। শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে গত ২০ মে ঘটনার সময় ওই বাড়িতে লোকজন না থাকায় মোজাফফর রহমান ওই শিশুর হাত ধরে গোয়াল ঘরে নিয়ে গিয়ে পরনের প্যান্ট খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুর চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে গেলে মোজাফফর রহমান কৌশলে পালিয়ে যায়। এরপর এলাকাবাসি ঘটনাটি আপোষ-মীমাংশার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে গত ২৯ মে শিশুর নানা নুরুল হক বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মোজাফফরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। মামলার তদন্তকারী এসআই আলমগীর কবির জানান, গত ৯ মে শিশু ধর্ষণ চেষ্টাকারি আসামি মোজাফফর রহমানের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয় আদালতে। রিমান্ডের শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো জানান, রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছেনা। আসামির রিমান্ডের সময় শেষ হওয়ায় মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান মোজাফফরের রিমান্ড ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com