মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গতকাল রোববার গাইবান্ধায় লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। তাঁর নেতৃত্বে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম হানিফ বেলাল, হাবিবুর রহমান বাবলু, ফরহাদ হোসেন ডাবলু, আমানুল্লাহ চৌধুরী সাজু, শফিকুল ইসলাম রুবেল, কামাল হোসেন, আব্দুর রশিদ দুলা মিয়া, রফিকুল ইসলাম লুলু, খান মোঃ কাওসার ওয়াহিদ সুজন, আশরাফুল আলম মিলন, কামরুল হাসান মিন্টু সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন।