মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও মৌলিক চাহিদা পূরণ করতে রাষ্ট্র কর্তৃক জীবনধারণ ভাতার ব্যবস্থা করাসহ বিভিন্ন সংস্কারের প্রস্তাব করা হয়েছে হেযবুত তওহীদের মতবিনিময় সভায়। তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস.এম শামসুল হুদা। অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা।
গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের আমীর মো. জাহিদ হাসানের সভাপতিতে বক্তব্য দেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমীর আব্দুল কুদ্দুস শামীম, সাবেক বিভাগীয় আমীর আশেক মাহমুদ, হেযবুত তওহীদের জেলা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খান ওপেল, সোহরাব হোসেন শিরল প্রমুখ।