শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। প্রতিনিধি সভায় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা আহবায়ক বিপুল কুমার দাসের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সত্যজিৎ কুমার কুন্ডু। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু ও নাহিদুজ্জামান নিশাদ সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনকে শক্তিশালী করার জন্য সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।