সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসীদের সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি-দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী-বাঙালি সংহতি সমাবেশ, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ এই সমাবেশের আয়োজন করে।
ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, তারিক হোসেন মিঠুল, প্রবীর চক্রবর্তী, জাহাঙ্গীর কবির, গোলাম রব্বানী মুসা, অঞ্জলী রানী দেবী, হাসান মোর্শেদ দীপন, খীলন রবি দাস, অ্যাডঃ ফারুক কবির, সুচিত্রা মুর্মু তৃষ্ণা, ময়নুল ইসলাম প্রমুখ।