মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুরে প্রকাশ্যে এক দরিদ্র মহিলার ঋণের টাকা ছিনতাই হয়েছে। আকস্মিক এ ঘটনায় মহিলা বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন।
পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের সোলেমান রহমানের স্ত্রী তহমিনা বেগম (৪০) এসকেএস এনজিও থেকে ঋণ নেওয়ার জন্য গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুরে আসেন। তিনি এসকেএস শাখা অফিস থেকে চেক নিয়ে জনতা ব্যাংকে যান। তিনি সেখান থেকে দেড় লাখ টাকা নিয়ে বিকেল সোয়া ৪ টার দিকে লক্ষ্মীপুর বন্দরে মসজিদের সামনে সুন্দরগঞ্জ সড়কে আসেন। এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেলের আরোহী তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মুহুর্তেই এ খবর ছড়িয়ে পড়লে মানুষ ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।