শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

হলদিয়ায় ইজিপিপি প্রকল্পের অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হলদিয়ায় ইজিপিপি প্রকল্পের অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাঘাটা প্রতিনিধি ঃ সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের শ্রমিকদের নিকট থেকে টাকা দাবি করার অপপ্রচারের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান কর্তৃক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত ৬ এপ্রিল হলদিয়া ইউপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বলেন, ইজিপিপি প্রকল্পের শ্রমিকদের নিকট থেকে টাকা চাওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সত্য নয়। বিগত সময়ে রাজনৈতিক কারণে কিছু স্বচ্ছল ব্যক্তির নাম তালিকাভুক্ত ছিল। বিধি মোতাবেক ওইসব স্বচ্ছল ব্যক্তিদের নাম কর্তনের জন্য ইউনিয়ন পরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অবৈধভাবে সুবিধাভোগকারী ঐসব স্বচ্ছল ব্যক্তিরা সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে হলদিয়া ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com