বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ইবনে সিনা গ্রুপের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বড়দহ দাখিল মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মশিউর রহমান, জাহাঙ্গীর আলমসহ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।