মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। নির্বাচন খুব বেশী একটা দুরে নয়। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের একটি গোষ্ঠী অর্থাৎ ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী প্রধান অতিথি হিসেবে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতবিনিময়কালে এসব কথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা সদস্য সচিব মাহমুদুল হক মামুন। মতবিনিময়ে জেলার সাত উপজেলা, শহর, পৌর ও ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com