শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধা জেলা যুবদল অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গত বুধবার রাত ২টার দিকে শহরের মাস্টারপাড়ার বাসা থেকে মোঃ সামিউল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। তিনি জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এবং ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার সামিউল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা যুবদল অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজাহার নামীয় আসামি। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, জেলা যুবদল অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম বাদি হয়ে ২০২৪ সালের ১৮ আগস্ট সদর থানায় একটি মামলা (নং ১০) দায়ের করেন। এছাড়াও ওই কলেজের অর্থ আত্মসাতের ঘটনায় তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন।