সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

স্কুলছাত্র জীবন হত্যার বিচার না হওয়ায় বিক্ষোভ

স্কুলছাত্র জীবন হত্যার বিচার না হওয়ায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : নবম শ্রেণির ছাত্র জীবন মিয়ার হত্যার তিন মাস পেরিয়ে গেলেও বিচার কার্যক্রমে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও সহপাঠীরা। গত বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
গাইবান্ধার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে একাত্মতা জানান শিক্ষার্থীরা, অভিভাবক ও বিভিন্ন ধরণের শ্রেণি এবং পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জীবনের সহপাঠী জান্নাতুল ফেরদৌস মিতু, পিতা আন্তাজ হোসেন, বোন জাহানারা বেগম, তারেকুজ্জামান তারেকসহ আরও অনেকে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com