শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সোয়াবিন তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে ও সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা।
গতকাল বেলা ১২টায় ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, এ্যাডঃ নিলুফার ইয়াসমিন শিল্পী, আফরুজা বেগম, আব্দুল্লাহ।