সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গাইবান্ধার উদ্যোগে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে গতকাল গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, বিপুল কুমার দাস, শামীম আহমেদ পলাশ, ফরহাদ আলী, মাজেদা খাতুন, এ্যাডঃ মোহাম্মদ আলী প্রামাণিক প্রমুখ।