শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট চিকিৎসা সেবা ব্যাহত

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট চিকিৎসা সেবা ব্যাহত

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসক সংকটে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে জনবল ও চিকিৎসক সংকট রয়েছে গড়ে ৩৭%। ৫০ শয্যার এই হাসপাতালটি উপজেলার প্রায় সাড়ে ৭ লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা। চিকিৎসক ও জনবল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসি। নানান সমস্যায় হাসপাতালটিই যেন অসুস্থ। চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরী। জনবল ও চিকিৎসক নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে বলে এলাকাবাসির ধারণা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ বৃহৎ উপজেলার চিকিৎসা সেবার ৫০ শয্যার হাসপাতালটিতে আবাসিক মেডিকেল অফিসারের পদটিও শূন্য। মঞ্জুরীকৃত ৯ টি মেডিকেল অফিসারের ৫টি পদই শূন্য। মেডিকেল অফিসার (হোমিও) রয়েছেন প্রেষনে। জুনিয়র কনসালটেন্ট ১১টি পদের ৯টিই শূন্য। সহকারী সার্জনের ১৩ টি পদের ১০টিই শূন্য। দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে পরিসংখ্যান পদটি। সবচেয়ে দু:খজনক হলো উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ১৭টি পদের সবগুলোই শূন্য অর্থাৎ ১০০% শূন্য। শূন্য রয়েছে ফার্মাসিষ্ট পদের ৯টির মধ্যে ৪টি পদ। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের ৩টি পদের শূন্য রয়েছে ২টি। শূন্য রয়েছে এমটি (ল্যাব), এমটি (ফিজিওথেরাপী), হেলথ এডুকেটর, সহকারী সেবক, কার্ডিওগ্রাফার, এ্যাম্বুলেন্স ড্রাইভার, টিএলসিএ ও বাবুর্চি একটি করে পদ। এছাড়া স্বাস্থ্য পরিদর্শক ৬টির মধ্যে ৫টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১৭টির মধ্যে ৮, স্বাস্থ্য সহকারী ৮৫ মধ্যে ৩১ টি, সিএইচসিপি ৬২ মধ্যে ২টি, অফিস সহায়ক ১১ মধ্যে ৭, ওয়ার্ড বয় ৩টির মধ্যে ২টি, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী ৫ মধ্যে ২ ও নিরাপত্তা প্রহরীর পদ ২টি শূন্য রয়েছে। সীমিত চিকিৎসক দিয়ে পুরোপুরি স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হচ্ছেনা। ড্রাইভার না থাকায় এ্যাম্বুলেন্স সেবা থেকেও বঞ্চিত হচ্ছে এলাকাবাসি। হাসপাতালটির সবখানেই নাই নাই অবস্থা। হিসাব করে দেখা গেছে, মোট ৩১৬ পদের মধ্যে ১১৭টি পদই শূন্য। অর্থাৎ গড়ে শতকরা ৩৭ ভাগ পদই শূন্য। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহি:র্বিভাগে রোগীদের ভীড়। প্রয়োজনীয় ডাক্তার না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে তারা। অতিরিক্ত চাপ নিয়ে কাজ করছে চিকিৎসকরা। রোগীরাও কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ বলেন, একটি বৃহৎ উপজেলা সুন্দরগঞ্জ। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় প্রায় সাড়ে ৭ লক্ষ জনগণ বাস করে। এই বিশাল জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিবাকর বসাক বলেন, প্রতিদিন বহি:র্বিভাগ ও জরুরী বিভাগে গড়ে ৫০০ রোগীকে সেবা দিতে হয়। চিকিৎসক সংকটে অতিরিক্ত চাপ নিয়ে চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। মেডিকেল অফিসার ২৩াট পদের মধ্যে রয়েছে ৭ জন কাগজ কলমে। এ ৭ জনের মধ্যে ২ জন প্রেষনে অন্যত্র কাজ করছে। একজন আছেন মাতৃত্বকালীন ছুটিতে। বাস্তবে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ উপজেলার বিশাল জনগোষ্টির স্বাস্থ্যসেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকটে অপারেশন বন্ধ রয়েছে। গাইনী ডাক্তার না থাকায় সিজারিয়ানও বন্ধ। তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শূন্য পদের চাহিদা উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। সরকারীভাবে নিয়োগের মাধ্যমে চিকিৎসক ও জনবল সংকট সমস্যা সমাধান হলে পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com