শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

সুন্দরগঞ্জ ব্যবসায়ীর ঘরে টিসিবির পণ্য জব্দ : থানায় মামলা

সুন্দরগঞ্জ ব্যবসায়ীর ঘরে টিসিবির পণ্য জব্দ : থানায় মামলা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ঃ সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ বেলাল হোসেনের ঘর হতে টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা প্রশাসন। শান্তিরাম ইউনিয়নের টিসিবির কার্ডধারীর পণ্য কালোবাজারে বিক্রির লক্ষে ওই ঘরে মজুদ করা হয়। অবশেষে ব্যাপক জল্পনা-কল্পনার পর গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাবিবুর রহমান।
থানা সূত্রে ও স্থানীয়দের নিকট হতে জানা গেছে, গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার শান্তিরাম ইউনিয়নের টিসিবির ডিলার মেসার্স তমা ট্রেডাসের প্রোপাইটার শ্রী লিটন কুমার দত্ত ও গোপাল ট্রেডাসের প্রোপাইটার শ্রী মহেশ্বর চন্দ্র সরকার দয়াল শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারস্থ গোডাউন হতে টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করেন। এরই একপর্যায় গত বুধবার বিকালে একযোগে ৩১৫ কেজি চাল, ৭০ কেজি চিনি, ৩০ কেজি ডাল ও ৮০ লিটার সয়াবিন তেল জনৈক ব্যক্তি উত্তোলন করে ভ্যানযোগে শোভাগঞ্জ বাজারের ব্যবসায়ী বেলাল হোসেনের ঘরে নিয়ে যায়। বিষয়টি পাচঁগাছি শান্তিরাম গ্রামের জনৈক মোঃ ফেরদৌস সরকার উপজেলা নিবার্হী অফিসারকে অবগত করান।
উপজেলা নিবার্হী অফিসারের নির্দেশে গত বুধবার রাতে সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান শোভাগঞ্জ বাজারের অভিযান চালিয়ে ব্যবসায়ী বেলাল হোসেনের দোকান ঘর থেকে ওইসব পণ্য জব্দ করে নিয়ে আসার সময় স্থানীয়রা বাধা দেন। পরে ছাপড়হাটী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আনছার আলীর জিম্মায় রেখে প্রশাসন চলে যান।
টিসিবির ডিলার শ্রী লিটন কুমার দত্ত বলেন, চেয়ারম্যান কার্ড নিয়ে লোক পাঠিয়ে দিয়েছেন। কার্ড এন্টি করে মাল দেয়া হয়েছে। মাল উত্তোলনের পর তারা কি করেছে, সেটি ডিলার জানে না।
অভিযোগ অস্বীকার করে শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, ডিলার কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করেছেন। এখানের তার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি এ বিষয়ে কিছু জানেন না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাবিবুর রহমান বলেন, ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫(১)২৫-ডি ধারার অপরাধে ডিলার ও ব্যবসায়ীর নামে মামলা করা হয়েছে।
থানার ওসি মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে দুই জন টিসিবির ডিলার ও একজন ব্যবসায়ীর নামে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, এনিয়ে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com