রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা

সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমানের অবসর জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তর পরিবারের আয়োজনে গতকাল সোমবার অফিস কার্যালয়ে বিদায় সংবর্ধনা ও নতুন উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীর যোগদান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদায় উপজেলা প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান, নবাগত উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপ-সহকারি প্রকৌশলী কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহকারি উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপসহকারি প্রকৌশলী মাহবুবুল আলম, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আকন্দ, সার্ভেযার মুকুল মিয়া, ঠিকাদার জিতেন্দ্র নাথ সরকার, সাইদুর রহমান প্রামানিক, ছাগীর খান, মোকলেছুর রহমান প্রমূখ। পরে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারদের পক্ষ হতে বিদায়ী উপজেলা প্রকৌশলীকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন। সেই সাথে নতুন উপজেলা প্রকৌশলীকে বরণ করে নেন। দায়িত্ব হস্তান্তর শেষে বিদায় উপজেলা প্রকৌশলী নবাগত উপজেলা প্রকৌশলীকে তাঁর চেয়ারে বসিয়ে দেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com