শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চরে গৃহবধূ নুরবানু হত্যার মুল আসামি একরামুল হককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দি দিয়েছে একরামুল হক। থানার পুলিশ পরিদর্শক বুলবুল জানান, একরামুল তার জবানবন্দিতে বলেছে, প্রথমে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে পরে গলা চেঁপে ধরে নুরবানুকে হত্যা করে। ঘটনার সাথে জড়িত সন্দহে গ্রেপ্তারকৃত আসামি আবুল বাশার এবং লেবু মিয়ার স্বীকার উক্তি মোতাবেক জানা গেছে, খোদ্দা গ্রামের আবুল কাশেমের ছেলে একমুল হকের সাথে নুরবানুর পরকীয়তা ছিল। ঘটনার আগের দিন গত ২৩ আগষ্ট নুরবানু একটি গরু বিক্রি করে লেবু মিয়ার নিকট। বাশার ঘটনাস্থলে গরুটি নিয়ে এসে দেয় লেবু মিয়াকে। সেখানে টাকা লেনদেন হয়। একরামুল সেখানে উপস্থিত ছিল। পরে নুরবানু ও একরামুলের মধ্যে টাকা নিয়ে মতবিরোধ হয়। সে কারনে গত ২৪ আগষ্ট দিবাগত রাতে একরামুল নুরবানুকে হত্যা করেছে। গত ২৫ আগষ্ট উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চরের আব্দুল লতিফ মিয়ার ইউক্লিকটাস গাছের গোড়ায় ওড়না পেচাঁনো অবস্থায় গৃহবধূ নুরবানুর লাশ উদ্ধার করে পুলিশ। নুরবানু পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার রহমতের চর গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী। নুরবানু উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দার চর গ্রামের সাহেব আলীর কন্যা। দীর্ঘ ১০ বছর আগে রশিদের সাথে তার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com