বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চারতলা ভবনের ভিত্তি স্থাপন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নিবার্হী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, সহকারি প্রকৌশলী আশিষ কুমার বসুরায়, একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেন, উপসহকারি প্রকৌশলী মোঃ শাহজাহান সরকার, ঠিকাদার ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম সোহেল পারভেজ, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব খোকন, দক্ষিণ রামজীবন খংগুয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, পরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আকন্দ, বিশিষ্ট সাংবাদিক গোবিন্দ লাল দাস, ভবতোষ রায় মনা, আমিনুল ইসলাম, শাহ রেদওয়ানুর রহমান, আবু সায়েম প্রমুখ।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ভবনটির একতলার নির্মাণ কাজ করছেন গাইবান্ধার মেসার্স জিএম সোহেল পারভেজ ঠিকাদারী প্রতিষ্ঠান।