মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে সরকারি রাস্তা ঘেষে বাড়ির চেকার দেওয়ায় জনসাধারন চলাচলের বিঘœ ঘটায় অভিযোগ দায়ের। জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী-বেলকা বাজারের দক্ষিণে বাসস্টান্ড সংলগ্ন আলমগীর সরকার ধুবনী-বেলকার পার্শ্বে তার বাড়ির সিমানায় টিনের চেকার দিয়ে ঘিষিয়া দেওয়ার কারনে যাপনবাহন চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। এলাকাবাসী চেকার সরে দিতে বললেও তিনি কোন কর্নপাত করছে না। নিরুপায় হয়ে এলাকাবাসী ফুল মিয়াসহ কয়েকজন উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জের নিকট গত ০৯/০৯/২০২৪ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান যে, আগের উপজেলা নির্বাহী অফিসারকে দিয়েছিলেন তবে অভিযোগটি আমাকে দিলে আমি বিষয়টি দেখবো।