বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের নিঃস্বার্থ শান্তি সংর্ঘের উদ্যোগে অসহায় শীতাত বৃদ্ধ-বৃদ্ধা, মাদ্রাসার ছাত্র ও মসজিদের মোয়াজিনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকালে মফিজ উদ্দিন হাজীর মসজিদ মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা সংর্ঘের সভাপতি মোঃ ফিরোজ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আকন্দ, গোবিন্দগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা মুফতি আব্দুল আজিজ, মসজিদের সভাপতি মোঃ মোখলেসুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সংর্ঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সদরুল ইসলাম, মোঃ মাহে আলম, মোঃ সুরুজ্জামান, মোঃ আবু সাঈদ প্রমুখ।