শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জে শীতবস্ত্র বিতরণে ইউএনও’র মহানুভবতা

সুন্দরগঞ্জে শীতবস্ত্র বিতরণে ইউএনও’র মহানুভবতা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গত কয়েক ধরে অসহনীয় ঠান্ডায় থরথরে কাঁপছে উত্তরের জনপদ। বিশেষ করে ছিন্নমুল অসহায় ও তিস্তার চরাঞ্চলের পরিবারগুলো কাহিল হয়ে পড়েছে। প্রয়োজনের তুলনায় অপ্রতুল শীতবস্ত্র প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সে কারণে সুন্দরগঞ্জ উপজেলার মানবতার ফেরিওয়ালা খ্যাত নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ গত কয়েকদিন থেকে গভীর রাতের অন্ধকারে উপজেলার এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে বেড়িয়ে অসহায় বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে গিয়ে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্রের অভাবে বেশি কষ্টে থাকেন অসহায় শীতার্তরা। এসব অসহায় শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে প্রতি রাতে কম্বল নিয়ে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার। তিনি দিনের বেলায় দাফতরিক কাজ করে রাতে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন শীতার্ত মানুষদের কাছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আসা কম্বল নিয়ে নিজে উপস্থিত থেকে বিতরণ করছেন। প্রকৃতপক্ষে যেন অসহায় মানুষরা কম্বলগুলো পান সে জন্যই তিনি নিজে কম্বল বিতরণ করছেন। এসব কম্বল পেয়ে খুশি শীতার্তরা। গত মঙ্গলবার প্রতিদিনের ন্যায় দিবাগত রাতে সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব বাইপাস মোড়সহ বিভিন্ন জায়গায় পায়ে হেটে অসুস্থ ও অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেন। ইউএনও’র এই মহানুভবতায় বিমুগ্ধ অসহায় পরিবাগুলো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউএনও শিশু কন্যা মাহাবিন মুনতাহা, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কমিটির উপদেষ্টা সাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রুহুল আমিন প্রামানিক, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক হযরত বেল্লাল, ক্রীড়া ও নাট্য সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সদস্য রাকিবুল ইসলাম সাগর, ফারহান মাসুক ফুয়াদ, নুর ইসলাম মন্ডল প্রমূখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com