মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলার রামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ধরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসি এবং শিক্ষার্থীরা।
গতকাল রোববার রামদেব উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায় শিক্ষার্থীরা বামনডাঙ্গা-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী রেশমী আক্তার, মোহনা আক্তার, সাগরীকা আক্তার, মেহেদী, নাজমুল হুদা, শাহীন মিয়া, মাহমুদ ইসলাম, লিমন মিয়া, শফিকুল ইসলাম প্রমূখ।