সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী বাজার হতে সাংবাদিক আঃ মতিনের বাড়ীর সামন দিয়ে প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে রাস্তাটির বেহাল দশা হয়েছে। দেশের অনেক উন্নয়নের মধ্যেও কোন সংস্কার হয়নি জনগুরত্বপূর্ণ এই রাস্তাটির। রাস্তাটির অনেক স্থানে গর্ত, ভাঙা ও খানাখন্দকে ভরে গেছে। প্রতিনিয়ত সীমাহীন দূর্ভোগ নিয়ে এই রাস্তায় চলতে হচ্ছে এলাকাবাসী, স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীসহ কয়েক হাজার মানুষকে। বিগত সরকারের আমলে এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য অনেক দেনদরবার করেও টনক নড়াতে পারেনি জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের। স্থানীয় বাসিন্দা আতোয়ার রহমান বলেন দীর্ঘ ৩০-৩৫ বছর থেকে জনগুরত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার না হওয়ায় আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। তিনি আরো বলেন সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় কোন যানবাহন চলাচল করেনা। অসুখ-বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারিনা। গর্ভবতী মহিলারা অসুস্থ্য হয়ে পরলে রাস্তার কারনে অ্যাম্বুলেন্স আসেনা এমনকি ছোট যানবাহনো চলে না। আমরা এই দূর্ভোগ থেকে মুক্তি চাই। তিনি যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করে বলেন যতদ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করে এলাকাবাসী তথা সর্বস্তরের জনগনের ভোগান্তি নিরসন করা হউক।