রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাকিম আজাদ। এর আগে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং একসময় ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন।
ওসি মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, ২০১৪ সালের জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় অজ্ঞাত আসামিদের একজন হিসেবে আজমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দীর্ঘ সাড়ে ১০ বছর পর গেল বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এবার যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।