বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে রাস্তার পাশের্^ এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালভাঙ্গার বাতাগ্রামের আব্দুস ছালামের পুত্র জসিম উদ্দিন (১৭) কে গত বুধবার রাতে বাকাহারা হত্যা করে পাঁচপীর বাজার সংলগ্ন তিস্তা ব্রিজ সংযোগ নতুন রাস্তার পাশের্^ ফেলে রেখে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে পথচারিরা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের কাছে বললে মুহুর্তেই চারদিকে খবর ছড়িয়ে পরে। পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সাথে কথা হলে তিনি ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেন। তিনি আরও বলেন ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে মামলার প্রস্তুতি চলছে।