রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে আবু সাঈদ শামীম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে পুলিশ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরান গ্রামে শামীমের বাড়ির নিজ শয়নঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শামীম ওই গ্রামের মন্তাজ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার গভীর রাত পর্যন্ত শামীম বাড়ির বাইরে ঘোরাফেরা করেন। এরপর তিনি নিজ ঘরে ফিরে শুয়ে পড়েন। গত ২১ জুন সকালে অনেকক্ষণ হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় তার মা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ঘরে ঢুকে দেখেন ঘরের ধরনার সঙ্গে গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে ঝুলে আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে ভিড় করেন।
খবর পেয়ে থানার উপপরিদর্শক (নিঃ) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
নিহতের পরিবার জানায়, প্রায় তিন বছর আগে শামীমের বিয়ে হয় দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের সাহাপাড়ার আজাদ হোসেনের মেয়ে আরজিনা বেগমের সঙ্গে। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানান কারণে অশান্তি বিরাজ করছিল। প্রায় ছয় মাস আগে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে আর ফিরে আসেননি। এতে শামীম মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন বলে পরিবারের দাবি।