বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে মানবতার দেয়ালে ব্যাপক সাড়া

সুন্দরগঞ্জে মানবতার দেয়ালে ব্যাপক সাড়া

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ কেনার সামর্থ না থাকলে আপনার প্রয়োজনীয়টা নিয়ে যাবেন, আপনি সামর্থবান হয়ে থাকলে আপনার অপ্রয়োজনীয়টা রেখে দিয়ে যাবেন’। এই প্রতিপাদ্য লিখা ব্যানারে মানবতার দেয়াল ব্যাপক সাড়া জাগিয়েছে সুন্দরগঞ্জ উপজেলায়। উদ্যোক্তা সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আতাউর রহমান জানান, গত এক সপ্তাহের ব্যবধানে কমপক্ষে ১০০ জন ব্যক্তি মানবতার দেয়ালের হেঙ্গার থেকে প্রয়োজনীয়টা নিয়ে গেছেন এবং অপ্রয়োজনীয়তা রেখে গেছেন। উপজেলা পরিষদ জামে মসজিদের বাউন্ডারী ওয়ালে ঝুঁলানো মানবতার দেয়ালের হেঙ্গার এখন সকলের নজরে। তিনি বলেন, গত শুক্রবার ব্যানারটি ঝুলানো হয়েছে। এরই মধ্যে সেটি গোটা উপজেলায় সাড়া জাগিয়েছে। কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া ও ঘন কুয়াশা অসহায় ছিন্নমুল পরিবারের সদস্যদের কাবু করে ফেলেছে। সে কারণে শীতবস্ত্রের ব্যাপক চাহিদা দেখা দিয়ে। গত শুক্রবার নামাজ পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী তার মাথার টুপি ঝুলে দিয়েছে মানবতার দেয়ালের হেঙ্গারে। তার ভাবনাটি ছিল মানবসেবা। পৌর সভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু জানান, মানুষ মানুষের জন্য। একজন অপর জনের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে এখনও অনেক প্রকৃত অসহায় মানুষ রয়েছে। যারা জিও এবং এনর্জিও ও সংস্থার বিভিন্ন বরাদ্দ হতে বঞ্চিত। মানবতার দেয়ালে আমাদের সকলকে এগিয়ে আসা একান্ত দায়িত্ব ও কর্তব্য। যেখান থেকে প্রকৃত অসহায় পরিবার তাদের প্রয়োজনীয়টা নিয়ে যেতে পারবে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, বলার অপেক্ষা রাখে না, এটি অত্যন্ত ভাল একটি উদ্যোক্ত। আমাদের সকলকে সমাজের অসহায়দের জন্য এগিয়ে আসা উচিত। সরকারের পাশাপাশি বিত্তশালীদের সহযোগিতা দরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com