শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সমাজে মাদকাসক্তি, দুর্নীতি, সুদ, ঘুষ, ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারে স্বিরাতুল মুস্তাকিম ইসলামী পাঠাগারের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্যে রাখেন তালুক বেলকা বাইতুন মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম, সুন্দরগঞ্জ সদর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আবু ইউসুফ, মমিনুল ইসলাম নুর আলম সিদ্দিকী প্রমূখ।