শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বিদ্যুৎচালিত সেচযন্ত্র থেকে টানা লাইনে স্পৃষ্ট হয়ে মোঃ আরিফুল ইসলাম (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার বিকেলের দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ আরিফুল ইসলাম ওই গ্রামের মোঃ আবদুর রশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত আরিফুল ইসলামের বাড়ির পূর্বপাশে আজাহার হাজীর বিদ্যুৎচালিত সেচযন্ত্র ছিল। সেচযন্ত্র থেকে টানা লাইনে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন আজাহার আলী। যার দূরত্ব হবে প্রায় ৭০০-৮০০ গজ। আজাহার হাজী এবং কর্তৃপক্ষকে বিষয়টি বিপজ্জনক জানিয়ে একাধিকবার বললেও কোনো কাজ হয়নি। তবে আরিফুল ইসলাম ওই তারে জড়িয়ে মারা যাওয়ার পরই আজাহার হাজী তার ছেলেসহ দ্রুত বিদ্যুতের তার সরিয়ে নেন।