মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগে ঝাড়ু মিছিল

সুন্দরগঞ্জে বিএনপির কমিটি গঠনে অনিয়মের অভিযোগে ঝাড়ু মিছিল

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন, সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন। ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠেই সমাবেশে মিলিত হয়। কয়েকশত নেতাকর্মী এতে অংশ নেন। এসময় তারা জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকসহ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে কমিটি গঠনে নিয়ম মানা হয়নি। দায়িত্বশীল নেতারা যোগসাজশ করে নিজেদের মনোনীত ব্যক্তিদের সদস্য বানিয়েছেন, যাদের অনেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বরং অন্য দলের কর্মী। তারা দ্রুত অনিয়মের মাধ্যমে গঠিত এসব কমিটি বাতিল ও দায়ীদের অপসারণের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এমএ মালেক, সদস্য ও কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, আরেফিন আজিজ সরদার সিন্টু এবং নাহমুদুল হক রাসেল প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com