রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে পুকুরে মাছের পোনা অবমুক্ত

সুন্দরগঞ্জে পুকুরে মাছের পোনা অবমুক্ত

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ পুকুর ও একটি মৎস্য অভয়ারণ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ থেকে এসব পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. সুমিতা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেন, মৎস্য অফিসের অফিস সহকারী ফনি ভূষণ বর্মণ, ঠিকাদার হাসান মেহফুজ প্রমুখ।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতি বছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন পুকুর, জলাশয় ও অভয়ারণ্যে মাছের উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়। তারই অংশ হিসেবে এবার উপজেলা পরিষদ পুকুর ও একটি মৎস্য অভয়ারণ্যে এই পোনা ছাড়া হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com