রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামে সিয়াম মিয়া (৬) নামের এক শিশু পুকুরের পানি পড়ে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে। সিয়াম ওই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে।
পরিবারের লোকজন জানান, সকালে ভাত খেয়ে ঘুড়ি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায় সিয়াম। দুপুর পর্যন্ত বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে টেনে তার লাশ উদ্ধার করে। শিশুর মৃত্যুও কারণে পরিবাটিতে শোকের ছায়া নেমে এসেছে।
থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।