বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আজ থেকে ৩০ বছর ধরে কৃষি অধিদপ্তরের বিএস কোয়াটারগুলো পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখা গেছে। দিনের পর দিন পরে থাকার কারনে ঝাউ জঙ্গলে ভরে গেছে কোয়াটারের ভিতর এবং মাঠগুলো। সন্ধ্যার পরে স্থানীয় এবং দুর থেকে আসা উঠতি বয়েসের যুবকদের আড্ডাখানায় পরিনত হয়েছে কোয়াটারগুলো বলেন ছাপড়হাটী ইউনিয়নের মরুয়াদহ গ্রামের গোলজার রহমান। তার ভাষ্য যুবকেরা নিরিবিলি এই পরিত্যক্ত কোয়াটারে বসে মোবাইল আড্ডাসহ ধুমপান করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রতিবাদ করার কেউ নাই। যার কারনে সামাজিক পরিবেশ মারাত্বকভাবে দুষিত হচ্ছে। গোটা উপজেলায় যে সব বিএস কোয়াটার পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেগুলো সংরক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান ।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশ স্বাধীনের পর কৃষকদের পরামর্শ প্রদান এবং বীজ সংরক্ষণের জন্য প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের জন্য বিএস কোয়াটার নির্মাণ করা হয়। উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নের বিএস কোয়াটারগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শুধুমাত্র দহবন্দ ইউনিয়নের বিএস কোয়াটারে একজন উপ-সহকারি কৃষি কর্মকর্তা বসবাস করছেন। বাকীগুলো ব্যবহারের অযোগ্য।
উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, তাঁর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএস কোয়াটারটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগে স্থানীয় একটি প্রতিষ্ঠান কোয়াটারটি ব্যবহার করে আসছিল। এখন এটি স্থানীয় যুবকদের আড্ডা খানায় পরিনত হয়েছে। কোয়াটারগুলো সংরক্ষণ করা একান্ত প্রয়োজন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভবনে মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাদের জন্য একটি করে রুম বরাদ্দ রয়েছে। উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ওই অফিসে বসে দাপ্তরিক কার্যক্রম করেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন।
সুনিদিষ্ট অভিযোগ পেলে মাদক সেবনকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেন থানার ওসি মোঃ আব্দুল হাকিম আজাদ। তার ভাষ্য মাদক সেবনকারিগণ সমাজের ভাল মানুষের মধ্যে পরে না। তারা যেই হোক না কেন, অবশ্যই তাদের ব্যাপারে পুলিশের অবস্থান অত্যন্ত শক্ত।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজির হোসেন বলেন, এ সংক্রান্ত কোন তথ্য তাঁর জানা ছিল না। সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।