রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

সুন্দরগঞ্জে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে সমাজ সংস্কারের গ্রাফিতি

সুন্দরগঞ্জে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে সমাজ সংস্কারের গ্রাফিতি

স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় পার করছে দেয়াল লিখনের কাজে। সুন্দরগঞ্জে বিভিন্ন দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র।
শিক্ষার্থীদের রঙ তুলির শৈল্পিক ছোঁয়ায় যেন বদলে গেছে যাচ্ছে গোটা উপজেলা। পেশাদার শিল্পী না হলেও তাদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালগুলো। এ যেন এক ভিন্ন রূপের সুন্দরগঞ্জ। উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছেন সংস্কারের নির্দেশনা,স্বাধীনতার জয়গান, তারুণ্যের উন্মাদনা, ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান।
গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ চাই,পানি লাগবে পানি, ৩৬ শে জুলাই, বাসায় কেউ নেই ছোট বোনকে থালা দিয়ে আসছি, স্বৈরাচার, এমন সব বসন্তের রাতে আমি থুথু দেই ফ্যাসিষ্টের মুখে, বীর পুরুষ সাজলে আয়ু কমে না, কাপুরুষ সাজলেও আয়ু বাড়ে না,আমার পাহাড়ে উন্নত শিক্ষা ব্যবস্থা হোক, জেনে রেখো অনন্ত সমুহ আল্লাহর স্মরণেই প্রশান্তি পায়, এছাড়াও এ ধরনের বিভিন্ন স্লোগানে কোমলমতি শিক্ষার্থীরা রং তুলিতে গেয়েছেন সাম্যের গান, তুলে ধরেছেন বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা। দেয়ালগুলোতে স্থান পেয়েছে বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের লাল সবুজ পতাকা। মহান ভাষা আন্দোলনের রফিক, শফিক, সালাম, বরকত সহ ভাষা শহিদের কথা। রয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ ও মুগ্ধ’র আত্মত্যাগের কথা।
এভাবেই সমাজ সংস্কার ও অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য বিরোধী নানা চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল। সারাদিন পরিশ্রম করে কাজ করলেও শিক্ষার্থীদের মধ্যে যেন কোন ক্লান্তি নেই। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তারা দলে দলে বিভক্ত হয়ে দৃষ্টিনন্দন এ কাজ করছে। তাদের রঙ তুলির ছোঁয়ায় লেখা সমাজ সংস্কারের ভিন্ন ভিন্ন স্লোগান এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যের নানা চিত্র মুগ্ধ করছে সমাজের নানা শ্রেণি পেশার মানুষকে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com