রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে মোনারুল ইসলাম মোনা (৩০) এবং একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন পৌরসভার ব্র্যাক মোড় এলাকায় পুলিশ অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দু’জনকেই আটক করে। এরপর তল্লাশির একপর্যায়ে মোনারুল ইসলামের কোমরে গোজা পলিথিন ও কাগজে মোড়ানো অবস্থায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ঞঠঝ অঢ়ধপযব জঞজ ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com