সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দাদন ব্যবসায়ী আনারুল ইসলাম মন্ডলের রোষানলে অর্ধশত এলাবাসি হয়রানীমুলক মিথ্যা মামলায় শিকার হয়ে পথে বসেছেন। এরই প্রতিবাদে গত শুক্রবার বিকালে উপজেলার মজুমদার বাজারে মানববন্ধন করেছেন ভূক্তভোগী পরিবারসহ এলাকাবাসি। অভিযোগ সূত্রে জানা গেছে, দাদন ব্যবসায়ী আনারুল এলাকার সহজ-সরল মানুষের বিপদের সুযোগ বুঝে চড়া সুদে দাদন দিয়ে তাদের নিকট থেকে ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। পরবর্তীতে টাকা পরিশোধ হওয়ার পরও সুকৌশলে তাদের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা করে আসছেন। এ যাবতকালে ওই এলাকার আব্দুর রশিদ, নলীন চন্দ্র সরকার, সরদার মাসুদার রহমান, মিলন মিয়াসহ কমপক্ষে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আনারুলের রোষানলে ওই এলাকার অন্তত ৫০টি পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। এসব কর্মকান্ডে এলাকাবাসী ফুঁসে উঠে মানবন্ধন করেন। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন মৌসুমী বেগম.শাহিদা বেগম, আব্দুর রশিদ, মিলন মিয়া, আব্দুল হামিদ, রাশেদুল ইসলাম প্রমুখ।