মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় সরকারিভাবে নির্ধারিত ডিমের বাজারদর ঠিক রাখার জন্য খামারি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময়সহ তাদের দোকানে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। গত তিনদিনের ব্যবধানে গাইবান্ধা জেলার অন্যতম ডিমের পাইকারি বাজার নামে পরিচিত সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের তিনজন ডিম ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান। সেই সাথে ওই গ্রামের ডিম উৎপাদনকারি খামারি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে গত সোমবার মতবিনিময় করেছেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজির হোসেন। মতবিনিময় সভায় তাদের সর্তক করা হয়েছে। তারপরও সরকারি বাজারদর তোয়াক্কা না করে অনেক ব্যবসায়ী বেশি দরে ডিম বিক্রি করছেন। অনিয়মের কারণে যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন সাইফুল ইসলাম ৫ হাজার টাকা, কামাল হোসেন ২ হাজার টাকা ও ইউসুফ মিয়া ২ হাজার টাকা।