মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

সুন্দরগঞ্জে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের হুকে প্রায় এক কিলোমিটার ছেঁচরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান মিয়ার (৬৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের জামতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বামনডাঙ্গা মনমোহনী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকায় চা খেয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান মিয়া। ঘটনাস্থল অরক্ষিত জামতলী রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ইঞ্জিনের হুকে আটকে যান ওই শিক্ষক। এ অবস্থায় প্রায় এক কিলোমিটার পথ হুকে করেই ছেঁচড়ে তাকে বামনডাঙ্গা রেলস্টেশনে নিয়ে যায় ট্রেনটি। সেখানে ট্রেন থামার পর বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্তৃপক্ষের। পরে তাকে মৃত্যু অবস্থায় হুক থেকে নামানো হয়।
এ বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আমজাদ হোসেন বলেন, সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com