মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় দানার প্রভাবে সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঝড়ো হাওয়ায় উঠতি আমন ধান ক্ষেত হেলে পড়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সাথে শীতকালিন শাক সবজি খেত বিনষ্ট হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল হতে অসময়ের এই ঝড়ো হাওয়ায় কৃষকরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নিচু এলাকার আমন ধান খেত নিয়ে বিপাকে কৃষকরা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে ধানখেতে থোর এসছে। আগাম জাতের ধানখেত আধাপাকা হয়ে পড়েছে। থোর ধানখেত হেলে পড়ায় ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।
কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের কৃষক সুজন মিয়া বলেন তার তিন বিঘা জমির মধ্যে দুই বিঘা জমির থোর আসা ধানক্ষেত ঝড়ো হাওয়ায় হেলে পড়েছে। এছাড়া থোরের মধ্যে পানি ঢুকে পড়েছে। সেই কারনে অর্ধেক ফলন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিচু এলাকার জমিতে পানি থাকায় ফসলের ব্যাপক ক্ষতি হবে।
বেলকা চরের কৃষক শিপন মিয়া বলেন গত তিনদিন হল একবিঘা জমিতে শীতকালিন শাকসবজি চাষাবাদ করেছি। হঠাৎ বৃষ্টির কারনে খেতে পানি জমে গেছে। এতে করে সবজি খেত নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে । নতুন ফের সবজি খেত তৈরি করতে অনেক সময় লাগবে।
কাপাসিয়া ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার লিটন মিয়া বলেন, অসময়ে হঠাৎ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারনে উঠতি আমন খেতের সামান্য ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সাথে চরাঞ্চলে শতিকালিন সবজি চাষাবাদের জন্য কৃষকদের ফের নতুন করে জমি তৈরি করতে হবে।
উপজেলা কৃষি অফিসার মোঃ রাশিদুল কবির বলেন, খুব বেশি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হয়নি। সে কারনে আমনখেতসহ অন্যান্য ফসলের তেমন ক্ষতি হবে না। তবে হেলে পড়া আমনখেতে সামন্য ক্ষতি হতে পারে।