মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম (৩৮) হত্যাকা-ের ঘটনায় ১০ বছর পর পরিবারের পক্ষ হতে থানায় হত্য মামলা দায়ের করেছেন। গত বুধবার শাহাবুলের ছোটভাই এস এম শাহাজান বাদী হয়ে ৭৯ জন নেতাকর্মীর নামসহ আরও ৪০ হত ৫০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেন। মামলায় প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খুরশীদ জাহান স্মৃতিকে ১ নং আসামি করা হয়েছে। শাহাবুল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের শেখ খিজির উদ্দিনের ছেলে।
পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শিমুলতলী গ্রামের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যায় জামায়াত কর্মী শাহাবুল ইসলাম ও প্রতিবেশি মিজানুর রহমান। এ সময় ভোট কেন্দ্রের বাহিরে কিছু সংখ্যক দুর্বৃত্ত শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠে এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্রদিয়ে তাদেরকে মারপিঠ শুরু করে। প্রাণভয়ে শাহাবুল ও মিজানুর ভোটকেন্দ্র হতে পালানোর চেষ্টা করলে এজাহার নামিও আসামিগণ এবং দুর্বৃত্তরা উভয়কে ছুরি দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কতর্বরত চিকিৎসক শাহাবুলকে মৃত্যু ঘোষনা করে এবং মিজানুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেই সময় পরিবারের লোকজন মামলা করার চেষ্টা চালিয়ে দলীয় প্রভাবের কারণে ব্যর্থ হন।
মামলার বাদী এস এম শাহজাহান জানান, ঘটনার সময় আওয়ামীলীগের প্রভাবের কারনে ও প্রাণনাশের ভয়ে আদালতে এবং থানায় মামলা করতে পারি নাই। সে কারণে ১০ বছর পর দেশের অবস্থা স্বাভাবিক হওয়ায় বড় ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মামলাটি করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সঠিক তদন্ত সাপেক্ষে আসামিদের আইনের আওতায় নিয়ে ন্যায় বিচার দাবি করছেন।