বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপার ভাইজার মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা নায়াবে আমির মোঃ মাজেদুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির আহবায়ক মোঃ ইখতিয়ার উদ্দিন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ জাফর আহমেদ লস্কর, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক, মোঃ আব্দুল মান্নান আকন্দ, আঃ মতিন সরকার প্রমুখ।