শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে জলাবদ্ধতায় জমিতে ফসল হচ্ছে না

সুন্দরগঞ্জে জলাবদ্ধতায় জমিতে ফসল হচ্ছে না

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার পন্তাপাড়া বিলের পানি বের হওয়ার পথ না থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টির ফলে জমিতে ফসল হচ্ছে না। জলাবদ্ধতার কারণে প্রতি বছর বিলের প্রায় ৬ শত একর জমির ফসল বিনষ্ট হওযার কারণে চরম বিপাকে পড়েছে জমির মালিকগণ। আট বছর পূর্বে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পন্তাপাড়া বিলের জমিতে আমন ও আউশ দু’টি ফসল উৎপাদন হতো। তৎকালীস এ বিলের পানি বের হওযার প্রশস্থ একটি নালা (ক্যানেল) ছিল। বিলের পানি বের হওয়ার নালা বন্ধ করে এলাকার আব্দুর রশিদ ও আনছার আলী দর্জি বাড়ী করার কারণে সামান্য বৃষ্টিতে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জমির ফসল পানিতে পঁচে যায়। জমির মালিকগণ এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করলে নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ (সেই সময়ের) চেয়ারম্যান হাফিজুর রহমান সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীর সাথে আলোচনা করে লুৎফর রহমান ভুঁইয়া ও কবীর হোসেন জমি দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণ করে পানি বের হওয়ার পথ করে দেন। ড্রেন নির্মাণের এক বছরের মধ্যে জমির মালিক ড্রেন ভেঙ্গে দিয়ে আবারও পানি বের হওয়ার পথ বন্ধ করে দেন। ফলে আবারও জলাবদ্ধতার কবলে পড়ে পন্তাপাড়া বিলের জমি। কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ারুল আলম সম্প্রতি পন্তাপাড়া বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য কালভার্ট স্থাপনের উদ্যোগ নিয়ে কালভার্ট স্থাপনের স্থান না পাওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com