শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে জরমনদী স্কুলের ৩০ টি গাছের আগা ভেঙে দিয়েছে দুবৃত্তরা

সুন্দরগঞ্জে জরমনদী স্কুলের ৩০ টি গাছের আগা ভেঙে দিয়েছে দুবৃত্তরা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে রোপন করা বিভিন্ন প্রজাতের ৩০টি উঠতি গাছের আগা ভেঙে দিয়েছে দুবৃত্তরা। করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার দিবাগত রাত হতে গতকাল শনিবার সকালের মধ্যে কে বা কাহারা গাছের চারাগুলো ভেঙে ফেলে। এলাকাবাসির দাবি এ কেমন শক্রুতা! বিদ্যারয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায় জানান, গত এক বছর আগে বিদ্যালয়ের মাঠটি টিনের বাউন্ডারি দিয়ে বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপন করা হয়। সে কারণে স্থানীয় যুবকরা মাঠটি খেলার মাঠ হিসেবে আর ব্যবহার করতে পারছে না। এরই মধ্যে গত ৬ জানুয়ারী স্থানীয় যুবক ফরহাদ মিয়া তার ফেসবুক আইডিতে বিদ্যালয়ের মাঠটি উন্মুক্ত করে দেয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হুমকি দেয়। প্রধান শিক্ষক দাবি করেন ওই যুবক তার সহপাঠিদের নিয়ে কাজটি করেছে। বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য স্বপন কান্ত রায় জানান, যারা কাজটি করেছে, তারা অত্যন্ত অন্যায় করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com