শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে গোটা এলাকা

সুন্দরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে গোটা এলাকা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফশীল মোতাবেক আগামী ২৮ নভেম্বর সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচারণায় আচারণ বিধির বালাই নাই। জমে উঠেছে প্রচারণা, পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে ১৩টি ইউনিয়নের হাট-বাজার, রাস্তাঘাট, চায়ের দোকান ও বসতবাড়ি। উপজেলা নিবার্চন অফিস এবং প্রশাসনের পক্ষ প্রার্থীদের নির্বাচনী আচারণ বিধি অনুসরণ করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালোনোর জন্য পত্র দেয়া হয়েছে। কিন্তু প্রার্থীরা আচারণ বিধি মানছে না। উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে এবং দেখা গেছে, এখন পর্যন্ত দলীয় নেতা-কর্মীর ছবি সম্বলিত রঙিন পোষ্টার, ব্যানার, ফেনটুন, প্যানা, লিফলেট সরানো হয়নি। যানবাহনের বহর নিয়ে চলছে শো-ডাউন। প্রার্থীদের যানবাহনের বেপরোয়া চলাচলে স্কুল,কলেজগামী শিক্ষার্থী এবং সাধারণ পথচারীগণ চরম দুর্ভোগ শিকার হচ্ছে। অভিযোগ রয়েছে, উপজেলার ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রচার-প্রচারণা নিয়ে বাকবিতন্ডার একপর্যায় ঘটনাস্থল হতে সরে গিয়ে এক প্রার্থী আহত হয়। জানা গেছে, গত বোরবার রাতে ছাপড়হাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জোৎস্না বেগম জনতা এবং আসাদুজ্জামান ভূট্টুর মধ্যে মাইকের প্রচার-প্রচারণা নিয়ে উপজেলার মন্ডলের হাটের ভিতরে বাকবিতন্ডা শুরু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় প্রার্থীকে সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর আসাদুজ্জামান ভুট্টু ছাপড়হাটী এসসি উচ্চ বিদ্যালয়ের সামনে জনৈক কবির মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ভুট্টু রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছাপড়হাটী ইউনিয়ন আ’লীগ সভাপতি কাওছার হোসেন জানান, উভয়ের মধ্যে বাকবিতন্ডার সময় কোন প্রকার সংঘর্ষ এবং হাতাহাতির ঘটনা ঘটেনি। ভুট্টু আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। বর্তমান চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানান, উভয় প্রার্থীর মধ্যে প্রচার-প্রচারণা নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। কোন প্রকার সংঘর্ষ হয়নি। প্রার্থী জোৎস্না বেগম বলেন, তার প্রচারণার মাইকের শব্দ কমানোর জন্য অপারেটরকে ধমক দেয় ভুট্টু। সে কারণেই তিনি ভুট্টুকে এধরনের আচার-আচারণ থেকে মুক্ত থাকার আহবান জানান। ভুট্টুর সাথে কয়েক দফা মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রচার-প্রচারণার মাইকের শব্দ নিয়ে উভয় প্রার্থীর মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। সেখানে কোন প্রকার সংঘর্ষ হয়নি। এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। ছাপড়হাটী ইউনিয়ন নির্বাচন রিটানিং অফিসার ও উপজেলা মৎস্য অফিসার তারিকুর ইসলাম সাবু জানান, প্রচার-প্রচারণার বিষয় নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে, কোন প্রকার সংঘর্ষের ঘটনা ঘটেনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ইউনিয়নের ১৩জন চেয়ারম্যান, ৩৯জন সংরক্ষিত সদস্য ও ১১৭ জন সাধারন সদস্য পদের বিপরীতে উপজেলা নিবার্চন কমিশন মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন ৮৮৬ জনের। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০৩ জন, সংরক্ষতি সদস্য পদে ২১৮ জন এবং সাধারন সদস্য পদে ৫৫৯ জন। এছাড়া ১৩টি ইউনিয়নের ১২৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্য ৩ লাখ ১০ হাজার ৩০৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৮৪৩ জন এবং নারী ১ লাখ ৫৭ হাজার ৪৬০ জন। উপজেলা নিবার্চন অফিসার সেকেন্দার আলী জানান, যথানিয়মে আচারণ বিধি মেনে নিবার্চনী প্রচার-প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের পত্র দেয়া হয়েছে। যদি কোন প্রার্থী আচারণ বিধি না মানে তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, আচারণ বিধি মানার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। অতিদ্রুত ভ্রামম্যান আদালত পরিচালনা করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com