সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

সুন্দরগঞ্জে জব্দ করা ১৩৩ বস্তা টিএসপি সার নিলামে

সুন্দরগঞ্জে জব্দ করা ১৩৩ বস্তা টিএসপি সার নিলামে

সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলায় জব্দ হওয়া সেই ১৩৩ বস্তা টিএসপি সার নিলামে দিয়েছে উপজেলা প্রশাসনের নিলাম কমিটি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ নিলাম ডাকা হয়।
এতে বিসিআইসি ডিলার আমিনুল ইসলামের পক্ষে আলমগীর হোসেন সরকার সর্বোচ্চ মূল্যে এ সারগুলো প্রাপ্ত হন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, নিলাম কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, সদস্য উপজেলা ভ্যাটেনারী সার্জন ডাঃ মোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম ও বিসিআইসি ডিলারসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখে এ সারগুলো উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন পিনুর মোড়স্থ জনৈক খুচরা সার বিক্রেতার ঘর থেকে জব্দ করেন উপজেলা প্রশাসন। এরপর উপজেলা প্রশাসন কৃষি কর্মকর্তার জিম্মায় ছিল এই সারগুলো।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com